Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
খুনিয়াগাছ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন কার্যক্রম প্রসঙ্গে
Details

একটি জরুরী ঘোষণা

এতদ্বারা ২নং খুনিয়াগাছ ইউনিয়নের হতদরিদ্রের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর সকল উপকারভোগীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল উপকারভোগীর নাম অনলাইনে তালিকাভূক্ত করার জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশনা পাওয়া গিয়াছে। প্রাপ্ত নির্দেশনার আলোকে (ওএমএস) এর সকল কার্ডধারী যারা পূর্বের তারিখে করতে পারেননি তারা  নিম্মোক্ত তারিখ অনুযায়ী যথাসময়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে স্ব-শরীরে উপস্থিত হয়ে তালিকাভূক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

অনলাইন রেজিষ্ট্রেশন (২৯-০৮-২০২২ থেকে ৩১-০৮-২০২২) চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকাভূক্ত না হতে পারলে উক্ত উপকারভোগীর কার্ড বাতিল বলিয়া গন্য হবে।

  1. খাদ্য-বান্দব কর্মসূচীর উপকারভোগীদের তথ্য অনলাইন করতে যা সঙ্গে আনতে হবে।

 

১.খাদ্য-বান্দব কর্মসূচীর কার্ড ।

২.কার্ডধারীর জাতীয় পরিচয়পত্র ।

৩. কার্ডধারীর স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ।

৪.সাথে নিজের বা পরিবারের সদস্যের মোবাইল অবশ্যই আনতে হবে ।

৫.কার্ডধারী ব্যক্তি অবশ্যই স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে ।

মোঃমাসুদ রানা

উদ্যোক্তা

খুনিয়াগাছ ইউনিয়ন ডিজিটাল সেন্টার

সদর, লালমনিরহাট।

                                                        মোবাইলঃ ০১৭৬৪-৮১৬৮৮৮

Images
Attachments
Publish Date
01/08/2022
Archieve Date
29/09/2022